যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় রূপসা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয় উর্মি খাতুন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
উর্মি খাতুন সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে সদর উপজেলার ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
দুর্ঘটনার পর চুড়ামনকাটি বাজারে স্থানীয়দের বিক্ষোভে যশোর-ঝিনাইদহ মহাসড়কে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যান। স্থানীয়দের সাথে আলোচনা করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে ।
এদিকে বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর বাজারে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল