যশোরে পৃথক ঘটনায় এক যুবক ও এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই ইউনুস (২২) নামের এক যুবক। প্রায় একই সময়ে শহরের বারান্দি নাথপাড়ায় নাহিদ হাসান (১৭) নামের এক কিশোর দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।
নিহত নাহিদ সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মোহাম্মদ বাচ্চু মোল্লার ছেলে। আর ইউনুস সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত দুইজনের মরদেহ রাতেই যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়।
দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ডিবি ওসি।