যশোরে দুই ক্লিনিক বন্ধ, চার মালিকের জরিমানা

0

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ ও চারটি ক্লিনিকের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করা ক্লিনিক দুটি হলো- নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল। এছাড়া বিভিন্ন অভিযোগে পল্লবী ক্লিনিক, মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল, নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এসব ক্লিনিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আল ইমরান ও স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here