যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামেরআব্দুল লতিফের ছেলে মো. মাহাফুজ আলম (৩১)।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করে। পরে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন বিজিবিকে জানান, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য তারা যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে মামলা করে আটক দুইজনকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

