যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

0
যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

যশোরে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়া জেলার মিরপুর থানার বিফল চন্দ্র ঘোষের ছেলে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বার ও স্বর্ণালংকারের ওজন ৫১৫.৯ গ্রাম, যার বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিকাশ কুমার ঘোষ বিজিবিকে জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরা কারবারীদের কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালংকারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। 

এ ব্যাপারে মামলা দায়ের করে আটক বিকাশ কুমার ঘোষকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here