যশোরের চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

0

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই উপজেলার ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। 

সোমবার ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। 

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী মাসুদ চৌধুরী। গত ৪ আগস্ট এই হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর যশোর কোতোয়ালী থানায় এ ব্যাপারে মামলা করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়। 

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চৌগাছা উপজেলা শহরে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানোরও অভিযোগ রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। অভিযোগ আছে, তার নির্দেশেই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় ও নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি প্রদান করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here