যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক

0

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে ৯৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অন্তত ২০ জনকে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজের পাশে আয়োজিত ঈদমেলার একটি ফুচকার দেকান থেকে ফুচকা খাওয়ার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়তে থাকেন। প্রথমে দুই থেকে একজন করে রোগী হাসপাতালে আসতে থাকে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর থেকে রোগীর চাপ বাড়তে থাকে। 

চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে ত্রুটির কারণেই একযোগে এতো মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীও রয়েছেন। ঘটনার পর থেকে ওই ফুচকা বিক্রেতা পলাতক আছেন। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব বলেন, বেশিভাগ রোগী পেটে ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত। খাবারে জীবানু থাকার কারণে এমনটা হতে পারে। 

তিনি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। রাতে ভর্তি হয়েছেন আরও কিছু রোগী। ২০ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি জানার পর ওই ফুচকা ব্যবসায়ীকে খোঁজা হচ্ছে। তার বাড়ি যশোর সদর উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদের দিন ভৈরব নদের ব্রিজের পূর্ব পাশে মেলা বসে। যেখানে শত শত মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান। 

মেলায় যশোর সদর উপজেলার রূপদিয়ার বাসিন্দা মনির হোসেন নামের এক ব্যক্তি অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিলেন। মেলায় আগতরা ওই দোকান থেকে ফুচকা খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, পাতলা পায়খানা, বমি ও খিচুনি জ্বরে আকান্ত হতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here