যশোরেও চালু হল বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন

0

রাজধানী ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) চার্জিং স্টেশন চালু করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে যশোরের খয়েরতলা এলাকায় এ স্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এ স্টেশন চালু করা হয়।

মিউলিটিক এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, ‘এ অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কম হবে। একইসাথে জলবায়ু দূষণ কমবে। যা পরিবেশ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আলোচনার শুরুতে কীভাবে এ স্টেশন কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জি’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. শামছুল আলম, প্রকল্প পরিচালক মো.মতিউর রহমান প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here