টলিউড তারকা নুসরাত জাহান কলকাতা শহর ছেড়েছেন বেশ ক’দিন হল। আপাতত তিনি রয়েছেন উদয়পুরে। সঙ্গী স্বামী যশ দাশগুপ্ত। উদয়পুরের ‘সাওল ফেস্টিভ্যাল’-এ প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তারা। কখনও সুফি গানে মজেছেন, কখনও আবার গালিচার উপর একান্ত মুহূর্তে ধরা দিচ্ছেন। এক কথায়, প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তারা। তবে উদয়পুরে গিয়ে যা করলেন স্বামী যশ, তাতে প্রতিশোধের হুমকি দিয়ে বসলেন নুসরাত।
এমনিতেই নায়িকাদের সঙ্গে ক্যামেরার বিশেষ সখ্য। সেই তালিকায় নুসরাতও রয়েছেন। জীবনের নানা খুঁটিনাটি বিভিন্ন সময় লেন্সবন্দি করে রাখতেই পছন্দ করেন। এবার উদয়পুরে ক্রপ টপ, ট্র্যাক প্যান্ট সঙ্গে রুপালি জ্যাকেট, চোখে রোদচশমা, যশের হাতে ফোনটা দিয়ে বলেন ক’টা ছবি তুলে দিতে। স্ত্রীর কথা ফেলতে পারেননি যশ। ছবি তুলেছেন একের পর এক। তবে নুসরাতের নয়, নিজের! তা দেখেই স্তম্ভিত অভিনেত্রী। মিছে রাগ দেখিয়ে নুসরাত বলেন, “এই যে হিরো, আমার প্রতিশোধের জন্য তৈরি থেকো।” তারকা দম্পতির এমন খুনসুটি দেখে মন্তব্য করেন মিমি। হাসি চাপতে পারছেন না যে, জানালেন মন্তব্য বাক্সে।