যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে স্বাধীনতা দিবস উদযাপিত

0

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দশানীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 

এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুঁইয়া হেমায়েত উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেনজেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান। পরে শান্তির প্রতিক কবুতর ও বেলুন আকাশে উড়ানো হয়। বক্তারা বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাধা উচুঁ করে দাড়াতে সক্ষম হয়েছে। দেশের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here