যত বার ডাকবে, তত বারই আসব : শামি

0
যত বার ডাকবে, তত বারই আসব : শামি

নাগরিকত্ব প্রমাণে শুনানিতে হাজির হয়েছেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। মঙ্গলবার কলকাতায় নির্বাচন কমিশনের এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) শুনানিতে হাজির হয়ে শামি বলেন, “আমি একজন গর্বিত ভারতীয় ও বাংলার নাগরিক। আমাকে যত বার ডাকবে, তত বারই আসব। ১০ বার ডাকলে ১০ বারই এসে আমার দায়িত্ব পালন করব।”

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ৪৬২ উইকেট নেওয়া এই অভিজ্ঞ পেসার কৈশোর বয়সেই কলকাতায় পা রাখেন। ২০০০ দশকের শুরু থেকে যাদবপুরের কাটজুনগর এলাকায় বসবাসকারী শামি বর্তমানে কলকাতা পৌরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের নথিভুক্ত ভোটার।

এই মাসের শুরুতে শামি ও তার ভাই মোহাম্মদ কাইফকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, বাবা-মায়ের নাম পূর্ববর্তী কোনো রাজ্যের এসআইআর তালিকার সঙ্গে মেলানো না যাওয়ায় তাদের ‘আনম্যাপড ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 

সূত্র জানায়, শামির বাবা-মায়ের নাম উত্তরপ্রদেশের ২০০৩ সালের ভোটার তালিকায় পাওয়া যায়নি। পাশাপাশি তার এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত অসঙ্গতিও ধরা পড়ে।

মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে শামি ও তার ভাই শুনানি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় ১৫ মিনিটের শুনানিতে পরিচয়পত্র হিসেবে তারা পাসপোর্ট জমা দেন। টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এর আগের সপ্তাহে একই কেন্দ্রে অভিনেতা ও সাংসদ দেব তার শুনানিতে অংশ নিয়েছিলেন।

শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি বলেন, “নিজের নাম ও ব্যক্তিগত তথ্য সঠিক রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য। নির্বাচন দপ্তরের কর্মকর্তারা পুরো বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন।”

তিনি আরও যোগ করেন, “আমি গত ২৫ বছর ধরে এখানে বসবাস করছি। আবার ডাকলে আবারও আসব এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করব।”

নতুন বছরের শুরুতেই শামিকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হাজির হওয়ার কথা থাকলেও সে সময় বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট বিএলওকে জানালে পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here