স্বাধীনতার ৫০ বছর পর আমাদের স্বাধীনতার অধিকার, ভোট ও ভাতের অধিকার, কথা বলার অধিকার খুঁজতে হচ্ছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা মানুষ হিসেবে আজ খুব অসহায়। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নেই। কথা বলার অধিকার নেই। জনগণের পক্ষে কথা বললেই তার উপর নেমে আসে গ্রেফতার ও নির্যাতনের স্টীম রোলার।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার দুপুরে ঢাকা মহানগরীর উত্তর বিএনপির রুপনগর পল্লবী থানার অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন আমিনুল হক।
দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হউক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমিনুল হক বলেন, আর পিছপা নয়। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যত দ্রুত এ আওয়ামী সরকারের পতন নিশ্চিত করা যায়, ততই জাতির মঙ্গল।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।