জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা মৎস অধিদপ্তরের হলরুমে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত প্রমুখ। এ সময় মৎস অধিপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।