ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় বিচারের মুখোমুখি আট স্বাস্থ্যকর্মী

0

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার তাতে যেন নতুন উপকরণ পাওয়া যাচ্ছে।  

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টিনরা ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার। 

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। চিকিৎসকদের একাংশের অভিমত, ম্যারাডানার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। তাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

অপরদিকে, ম্যারাডোনার মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন তার দুই কন্যাও। তারাই বাবার মৃত্যু নিয়ে মামলা করেন।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here