ম্যান সিটির বিপক্ষে বড় হার মানতে পারছেন না লিভারপুল কোচ

0

এমনিতেই হার মেনে নেওয়া কঠিন। সেখানে হারের ধরন যদি অসহায় আত্মসমর্পনের মতো হয়, তাহলে তা মেনে নেওয়া আরও কষ্টের। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য যেন পরিস্থিতি তেমনই। আশা জাগানিয়া শুরুর পর ম্যানচেস্টার সিটির কাছে খড়কুটোর মতো উড়ে যাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না কোনোভাবেই। 

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (০১ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে ৪-১ গোলে হারে লিভারপুল। মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় তারা। পরে সিটির হয়ে হুলিয়ান আলভারেস, কেভিন ডে ব্রুইনে, ইলকাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ জালের দেখা পেলে বড় ব্যবধানে হারে ক্লপের দল।

তিনি বলেন, গোলগুলো আমরা যেভাবে হজম করলাম, সেটা মেনে নেওয়া কঠিন। আমরা কোনো চ্যালেঞ্জই জানাতে পারলাম না। সত্যি বলতে, এটা আসলেই মেনে নেওয়া কঠিন। পিছিয়ে পড়ার পর সিটি পুরোপুরি ম্যাচটা নিয়ন্ত্রণ করল এবং আমরা উন্মুক্ত হয়ে গেলাম। যা ইচ্ছা, তাই করল সিটি।

এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকা কঠিন হয়ে গেল লিভারপুলের জন্য। ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ক্লপের দল। চার নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here