ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলকে রুখে ক্রিস্টাল প্যালেস। তাও ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে। তাই অবিশ্বাস্য তো লাগারই কথা! শেষ ২০ মিনিটের জাদুতে ইতিহাদ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে দক্ষিণ লন্ডনের ক্লাবটি।
বেশ কয়েকজন ফুটবল পণ্ডিতের কাছে এভাবে ড্র করাটা সিটির দুর্ভাগ্য। কিন্তু কোচ পেপ গার্দিওলা শিষ্যদের প্রতি সব ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ সম্মেলনে। দুর্ভাগ্যকে দোষ না দিয়ে বরং বলছেন ড্র তাদের প্রাপ্যই ছিল।
প্রথমার্ধে জ্যাক গ্রিলিশ ও বিরতির পর রিকো লুইসের গোলে ৭৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকে সিটি। কিন্তু এরপরই সব এলোমেলো করে দেয় প্যালেস। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টির মতো সুবর্ণ সুযোগ পেয়ে ম্যাচে সমতা ফেরায় তারা। সিটিকেও তাই মাঠ ছাড়তে হয় এক পয়েন্ট নিয়ে।