ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরুর পর একে একে সব ম্যাচেই জয় আসছিলো ম্যানচেস্টার সিটির। কিন্তু ইংলিশ লিগ কাপে খেলতে নেমেই পরাজয়ের স্বাদ নিতে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো গত আসরে ট্রেবল চ্যাম্পিয়নদের।
সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের হয়ে আলেকজান্ডার আইজ্যাক একমাত্র গোলটি করে বিদায় নিশ্চিত করেন ম্যানসিটির। ইংলিশ লিগ কাপে গত আসরের ফাইনালিস্ট ছিল নিউক্যাসল ইউনাইটেড। তাদের কাছে হেরে বিদায় নিলো আটবারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফিল ফোডেন এবং জেরেমি ডোকু। কিন্তু দলকে সমতায়ও ফেরাতে পারেননি তারা। হালান্ড শেষ পর্যন্ত বেঞ্চেই বসে থাকেন এবং দলের পরাজয় দেখেন।