ম্যানসিটিকে সরিয়ে লিগ টেবিলের দুইয়ে অ্যাস্টন ভিলা

0
ম্যানসিটিকে সরিয়ে লিগ টেবিলের দুইয়ে অ্যাস্টন ভিলা

আর্সেনালের মাঠে বড় হারের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে উনাই এমেরির দল।

শনিবার ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে জন ম্যাকগিনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে শুধু ঘুরে দাঁড়ানোই নয়, লিগ টেবিলের দ্বিতীয় স্থানও দখল করেছে ভিলা।

গত মঙ্গলবার শীর্ষে থাকা আর্সেনালের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ভিলার লিগে টানা আট ম্যাচের জয়রথ থেমে গিয়েছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে সেটিই ছিল তাদের টানা ১১ ম্যাচের অপরাজিত থাকার ধারার ইতি। তবে সেই হার দলের আত্মবিশ্বাসে বড় কোনো প্রভাব ফেলেনি।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভিলা। বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের জোরাল শটে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই বাঁ পায়ের ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক জন ম্যাকগিন।

কিছুক্ষণ পর মর্গ্যান গিবস-হোয়াইট গোল করে ফরেস্টকে ম্যাচে ফেরার আভাস দিলেও, ৭৩তম মিনিটে ম্যাকগিন নিজের দ্বিতীয় গোল করে ভিলার জয় নিশ্চিত করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল ভিলার ঘরের মাঠে টানা ১১তম জয়।

এই জয়ে ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here