ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি সিটি-ইউনাইটেড

0

ইউরোপের ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের চাহিদা বেশ তুঙ্গে। আর যদি লড়াইটা হয় একই শরের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে- তাহলে তো কথাই নেই।

আজ সেই মহারণ। বাংলাদেশের সময় রাত সাড়ে ৯টায় ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আতিথ্য নিতে আসবে ইউনাইটেড। যে উপলক্ষ্যে ম্যানচেস্টার শহর আজ দুই ভাগে বিভক্ত। একদিকে ইংলিশ ফুটবলের বহুদিনের ইতিহাস-ঐতিহ্য, আরেকদিকে অদম্য হয়ে ওঠা পরাশক্তির উত্থান। 

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু হারানোর নেই। পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে আছে তারা। কোনো মিরাকল না ঘটলে শিরোপা ছোঁয়া অসম্ভব। তবে পাওয়ার আছে অনেক কিছু। তার মধ্যে সবচেয়ে বড় দিকটা হলো ম্যানচেস্টারের রাজত্ব এবং ইতিহাসের দখল। যে কারণে একই শহর দুই ভাগে বিভক্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here