ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইউনাইটেড। আক্রমণও করতে থাকে বেশ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। প্রথম থেকেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। জ্যাডন সানচো থেকে পাওয়া পাস বুলেট গতির শটে জালে পাঠান স্কটিশ এই মিডফিল্ডার।
এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।
এর আগে, লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।