ম্যাচ হেরে কোচকে ফেলেই চলে গেল টিম বাস

0

রোমার বিপক্ষে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে যান ওয়াল্তার মাজ্জারি। প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতে সময় লেগে যায় বেশি। কোচের জন্য তাই অপেক্ষা করেনি টিম বাস। তাকে ফেলে রেখেই স্টেডিয়াম ছেড়ে চলে যায় সবাই! বিস্ময়কর এই কাণ্ডের পর মাজ্জারিকে অগত্য ধরতে হয়েছে ট্যাক্সি। অলিম্পিক স্টেডিয়াম থেকে নেপলসে ফিরতে হয়েছে ট্যাক্সিতে চেপে।

মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খাচ্ছে নাপোলি। বড় দিনের আগের ম্যাচেও সেরি আ’তে সুখকর অভিজ্ঞতা হয়নি গতবারের লিগ চ্যাম্পিয়নদের। রোমার মাঠে শনিবার রাতে ২-০ গোলে হেরে যায় তারা। দুটি গোলই মাজ্জারির দল হজম করে দ্বিতীয়ার্ধে। দুই গোল হজমের আগে দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় নাপোলি। লাল কার্ড দেখেন মাত্তেও পলিতানো ও ভিক্টো ওসিমেন। দুই লাল কার্ড, দলের হার- সব মিলিয়ে অস্বস্তি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মাজ্জারি। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে সংবাদ সম্মেলনও হতে থাকে দীর্ঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here