আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাঠেই ব্যাটের আঘাতে স্টাম্প ভেঙেছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে তাতেও তার রাগ কমেনি। ম্যাচ শেষেও আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করেছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারমানপ্রীত বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে যে ধরনের আম্পায়ারিং হচ্ছিল সেটা আমাদের অবাক করেছে। আবার যখন বাংলাদেশে আসব, তখন নিশ্চিত হয়ে আসব যে আমাদের এ ধরনের আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুত হয়ে আসব।’
এর প্রতিক্রিয়ায় হারমানপ্রীত বলেছেন, ‘আম্পায়াদের সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।’