ম্যাচসেরা হয়ে যা বললেন সৌম্য

0

গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ১৬৯ রানের স্মরণীয় এক ইনিংস, যেটি বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

তবে এমন দিনেও দল হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য বলেন, সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম, তাহলে ভিন্ন হতো। আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তাহলে বড় পুঁজি হতে পারত।

তিনি জানান, আমি অনেকদিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here