মৌলভীবাজারে ইজারা চুক্তি লঙ্ঘন, এক লাখ টাকা জরিমানা

0

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তির শর্ত ভঙ্গ করে চালতাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাব ম্যানেজার শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।

তিনি বলেন, “শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।”

এছাড়া, একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here