মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার সালামি টিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি সেমি পাকা ঘর পুড়ে গেছে। বুধবার রাতে মাতারকাপন গ্রামের মো. আবুল কালাম আজাদ ও মো. নুরুল ইসলামের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ থাকায় এবং বাড়িতে কোনো লোকজন না থাকায় আগুন লাগার কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল, হাঁস-মুরগি ও ঘর পুড়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার হৃদয় আহমদ বলেন, শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।