মোহামেডানের হয়েই খেলছেন সাকিব

0

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মোহামেডানের জার্সিতেই খেলছেন সাকিব আল হাসান। 

শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন সাকিব। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন। সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব।

গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে শুরুর দিকে যোগ দিতে পারেননি সাকিব। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় আর খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেছিলেন। 

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here