উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুসলিম জাগরনের অন্যতম পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় চাল, ডাল, তেল, মাংসসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সদর উপজেলার নর্থচ্যানেল, কানাইপুর, চরমাধবদিয়া, ডিক্রিরচর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় থাকা শিশুদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন করেন ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার নাতনি, ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা গুলোতে থাকা শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন চৌধুরী নায়াব ইউসুফ।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপির নেতারাসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা ও এতিমখানা গুলোতে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার আত্মার শান্তি কামনার্থে দোয়া অনুষ্ঠিত হয়।

