জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুরে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মোস্তফা জামাল হায়দারের খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মামুন, গাজী ওমর ফারুক, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কাজী ফয়েজ, সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

