মোসাদ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

0
মোসাদ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইরানের কুমে এক মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কুম প্রদেশের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ কাজেম মৌসাভি এই তথ্য নিশ্চিত করেন।

মৌসাভি জানান, অভিযুক্ত ব্যক্তিকে মোহারেবেহ (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা) এবং পৃথিবীতে ফ্যাসাদ ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় এবং ক্ষমার আবেদন নাকচ হওয়ার পর শাস্তি কার্যকর করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা শুরু করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

বিস্তৃত গোয়েন্দা তদন্ত, প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে, তিনি মোসাদের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখে গোপন ও শ্রেণিবদ্ধ তথ্য বিদেশি ওয়েবসাইটে সরবরাহ করতেন।

ইরান সরকার এই ঘটনাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করেছে। জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here