ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত চার ‘নাশকতাকারীর’ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট মিজান নিউজের খবরে বলা হয়েছে, মোসাদ কর্মকর্তাদের নির্দেশনায় দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেওয়া ইহুদিবাদী সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি নাশকতা দলের চার সদস্যকে শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর দুই সপ্তাহ আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মোসাদের এক কথিত এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে অপহরণের অভিযোগে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে ইরানের কয়েকজন গোয়েন্দা এজেন্টের গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেওয়ারও অভিযোগ ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, একই গ্রুপের সঙ্গে কাজ করা আরও কয়েকজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।