মোরেলগঞ্জ কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা সেবা শুরু

0

বাগেরহাটের মোরেলগঞ্জ কুকুরে কামড়ানো রোগীদের সংক্রামক জলাতঙ্ক রোগ থেকে সুরক্ষা দিতে হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়েছে। এ চিকিৎসার জন্য সরকারিভাবে হাসপাতালে ‘র‌্যাবিস্ ভ্যাকসিন’ মজুদ করা হয়েছে। রবিবার থেকে কুকুরে কামড়ানো রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হয়েছে এখানে।

জানা গেছে, গত ৩ মাসে কমপক্ষে ৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এতে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র পরিবারের রোগীরা। এ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে র‌্যাবিস্ ভ্যাকসিন টিকা সংগ্রহ করে মোরেলগঞ্জ হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। অতীতে এ হাসপাতালে ‘র‌্যাবিস্ ভ্যাকসিন’ এর কোন সরবরাহ ছিলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here