দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪, আসনের মোরেলগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ চলছে। রবিবার ভোট চেয়ে ৪ জন প্রার্থী গণসংযোগ করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রচার প্রচারণা, পথসভা ও গণসংযোগে এগিয়ে আছেন।
রবিবার বেলা ৯টা থেকে মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী, উত্তর সরালিয়া, পূর্ব সরালিয়া, কাঠালতলা নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগ করেন বদিউজ্জামান সোহাগ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।