মোরেলগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধর

0

বাগেরহাটের মোরেলগঞ্জে ফুফুর বাড়িতে থেকে লেখাপড়া করতে থাকা হাফিজা আক্তার (৯) নামে এক শিশুর মরদেহ ঘরে পাওয়া গেছে। পুলিশ আজ রবিবার বেলা ৯টার দিকে হাফিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ছোটপরী গ্রামের হাসান খানের মেয়ে হাফিজা স্থানীয় ১৬৮ নং ছোটপরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। শনিবার বেলা ২টার দিকে তার মরদেহ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায় ফুফু রাশিদা বেগম। 

পারিবারিক কলহের কারণ পিতা-মাতার বিচ্ছেদ হয়ে যাওয়ায় হাফিজা তার ফুফুর কাছে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন ওই বাড়িতে হাফিজার ফুফাতো ভাই আফজাল ফকিরের ছেলে আমিন ফকির (১৯) ছাড়া অন্য কেউ ছিল না বলে থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। 

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, হাফিজা আক্তারের মৃত্যুর বিষয়ে নানা ধরনের কথা উঠেছে। তবে কেউ অভিযোগ দেয়নি। শিশু মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here