মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান (২৬) ঘটনাস্থালে নিহত হয়েছেন। এনামুল পেশায় একজন মোটরসাইকেল চালক। তার একটি সন্তান ও স্ত্রী রয়েছে। 

 এ ঘটনায় অপর আহত মোরেগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার (৩২), রমজান (৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে। 

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মিঠুন খান বলেন, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here