মোরেলগঞ্জে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মা-ছেলে গ্রেফতার

0

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রী হাফিজা আক্তার (৯) এর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলার একদিন পরে আজ সোমবার থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার আসামি নিহত হাফিজার ফুফু আফজাল ফকিরের স্ত্রী রাশিদা বেগম (৪৫) ও ফুফাতো ভাই আমিন ফকিরকে (১৯) গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করেছে। 

গত শনিবার বেলা ২টার দিকে রাশিদা বেগমের ঘরে পাওয়া যায় হাফিজার মরদেহ। পিতা-মাতার বিচ্ছেদ হয়ে যাওয়ায় হাফিজা তার ফুফুর বাড়িতে থেকে লেখাপড়া করতো। ওইদিন হাফিজাকে হত্যা করে ঘরের আড়ার সাথ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে ফুফু রাশিদা ও ফুফাতো ভাই আমিন। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে হত্যা মামলা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here