মোরেলগঞ্জে ভোররাতে অজ্ঞান করে দুই বাড়িতে লুট

0

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বাড়িতে সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মিজানুর রহমান শিকদার ও তার ভাই মৃত কামরুজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষাক্ত স্প্রেতে আহত দুই পরিবারের ৫ জন অজ্ঞান অবস্থায় রয়েছেন। এরা হচ্ছেন মিজানুর রহমান শিকদার (৬০) ও তার স্ত্রী রানী বেগম (৫২)। অপর ঘরের আহতরা হচ্ছেন মৃত কামরুজ্জামানের স্ত্রী নাজমা বেগম (৫০), মেয়ে কলেজছাত্রী তুবা আক্তার (২০) ও ছেলে রায়হান শিকদার (১৫)। উভয় পরিবারের সকলে অজ্ঞান থাকায় দুর্বৃত্তরা নগদ টাকাসহ কত টাকার মালামাল হাতিয়ে নিয়েছে তা জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসার এসআই বিকাশ বলেন, শুক্রবার (৭ মার্চ) ভোররাতের দিকে ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি অনুষন্ধান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here