বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাওহিদুল ইসলাম খান (৩২) নামে এক ভ্যান শ্রমিক মৃত্যুবরণ করেছেন। সে উত্তর বারইখালীগ্রামের জোহর আলী খানের ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের ভ্যানগাড়ির ব্যাটারি চার্জ করানোর সময় অসতর্কতাবশত সে বিদ্যুৎবাহী তারে জড়িয়ে গুরুতর আহত হয়। রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাওহিদুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, তাওহিদুলের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ তদন্ত করেছে। কারো কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।