বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পাকা ভবনে বসবাস করা দুটি পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাত ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মশিউর শেখ ও তার ভাই দেলোয়ার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা পাকা ভবনের পৃথক দুটি ইউনিটের সকলকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ ৯৫ হাজার টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে।
সোমবার বেলা ৮টার দিকে স্বজনেরা বিষয়টি জানতে পেরে অজ্ঞান অবস্থায় দুই পরিবারের ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এরা হচ্ছেন পল্লী চিকিৎসক মো. মশিউর রহমান শেখ (৩৫)৷ তার মা ফুলমতি বেগম (৬২), প্রবাসি ভাই দেলোয়ার শেখের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) ও অপর এক ভাইয়ের স্ত্রী নাজমা বেগম (৩০)।