বাগেরহাটের মোরেলগঞ্জে খালের চরে পাওয়া গেছে রাকিব খান (২২) নামে এক যুবকের মরদেহ। রবিবার রাত ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে গেছে। রাকিব খান কুমারিয়াজোলা গ্রামের দিনমজুর আবুল কালাম খানের ছেলে।
জানা গেছে, রাকিব খান ১৫ দিন আগে শেখপাড়া গ্রামে তার মায়ের মামা লতিফ হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ রবিবার বেলা ১০ টার দিকে ঘর থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে দুলাল হাওলাদারের স’মিলের পিছনে খালের চরে পাওয়া যায় তার মরদেহ। এর আগের দিন শনিবার রাকিব খান ওই স’মিলে শ্রমিকের কাজ করেছিল বলে জানা গেছে।