মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

0

বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমিন বেগম (২৮) নামে এক গৃহিনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রাজৈর গ্রামের দিনমজুর ইব্রাহিম শেখের ২ শিশু সন্তানের কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা দেখতে পান ইব্রাহিমের স্ত্রী নাজমিনের লাশ ঘরের মধ্যে ঝুলছে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে ঘরের মধ্যে কান্নাকাটি করছিলো নাজমিনের দুই শিশু সন্তান ইসমাইল হোসেন (২) ও ইলমা আক্তার (৫)। কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারেনি। বেলা ১০টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে পাশের ঘরের জালাল শেখের স্ত্রী আসমা বেগম দেখতে পান নাজমিন আড়ার সাথে ঝুলে রয়েছে। এ সময় ওই ঘরে দুই শিশু ছাড়া আন্য কেউ ছিলো না। নাজমিনের স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় দিনমজুরি খাটছেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here