বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সাথে মানানসই) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন সোমবার (২০ মার্চ) বেলা ১০ টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপপরিচালক মো. রফিকুল ইসলাম এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানা ধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২টি স্টল বসেছে।