বাগেরহাটের মোরেলগঞ্জে বেলায়েত হোসেন শেখ (৬০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের অন্নাত আলী শেখের ছেলে।
গুরুতর অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাসসুদ্দীন বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে।