বাগেরহাটের মোরেলগঞ্জে একটি আবাসিক এতিমখানায় হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় এতিমখানার আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সকলে এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজে ছিলেন। দুর্বৃত্তরা শিশুদের সকল কাপড়-চোপড়, বিছানা ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ভাংচুর করা হয়েছে ফ্যান ও সিসি ক্যামেরা।
থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি বড় বহর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।