দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭ জন প্রার্থী কাগজ-কলম ও ঘোষণায় থাকলেও মাঠে প্রচার প্রচারণায় রয়েছেন মাত্র দু’জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ (নৌকা) সোমবার পুটিখালী ও বণগ্রাম ইউনিয়নে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
অপরদিকে আওয়ামী লীগ থেকে নমিনেশন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন (ঈগল) বারইখালী, জিউধরা ও নিশানবাড়িয়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন। এই দুই প্রার্থী প্রতিদিন বিরামহীন গণসংযোগে ছুটছেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায়। নির্বাচনকে ঘিরে অপর ৫ প্রার্থীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। হতাশায় ভুগছেন তাদের কর্মী সমর্থকেরা।
এ ছাড়া তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা(সোনালী আশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপির মো. লোকমান হোসেন(আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. বদরুজ্জামান (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনি প্রতিযোগিতায় থাকলেও এখনো প্রচারণায় সরব হতে পারেননি।