মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

0

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। পূর্ব শত্রুতা, দলীয় গ্রুপিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা (৪৫) ও আওয়ামী লীগ কর্মী বাবুল খলিফাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বেলা ১২টার দিকে বাগেরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন খলিফা (৫০), রানী বেগম (৩৫), কৃষক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক হানিফ শরীফ (৪০), ফারুক শরীফ (৪০) ও টুকু হাওলাদার (২৭)।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here