বাগেরহাটের মোরেলগঞ্জ শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে দলের নেতাকর্মীরা মিছিলসহকার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হন।
সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।