মোবাইল ফোনের জন্য অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগ

0

গাজীপুরের কাপাসিয়ায় দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে গোপনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ঝহড়ার এক পর্যায়ে মোবাইল ফোন কেড়ে নিতে না পেরে এক স্ত্রী অণ্ডকোষ চেপে ধরলে বৃদ্ধ স্বামীর মৃত্যু হয়। নিহতের নান আব্দুল জব্বার (৬০)। তিনি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি এএফএম নাসিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here