মোবাইল-কম্পিউটারের শুল্ক অব্যাহতি নয়, ট্রাম্পের অনড় অবস্থান!

0

নতুন শুল্কনীতি থেকে কোনও দেশকেই ছাড় দেওয়া হবে না বলে নতুন করে ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার তার দফতর থেকে মোবাইল, কম্পিউটার, সেমিকন্ডাক্টরের মতো পণ্যের ওপর শুল্কছাড় ঘোষণা করা হয়েছিল। রবিবার তা অস্বীকার করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, কোনও পণ্যে কোনও ছাড়ের কথা ঘোষণা করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ভারসাম্যহীন বাণিজ্যনীতির জন্য কাউকে রেয়াত করা হবে না। বিশেষত, চীনকে তো একেবারেই ছাড় দেওয়া যাবে না। এখনও পর্যন্ত আমাদের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করেছে ওরাই।”

শুক্রবারের ঘোষণার কথা অস্বীকার করে ট্রাম্প এরপর লেখেন, ‘‘গত শুক্রবার কোনও শুল্কছাড়ের কথা ঘোষণা করা হয়নি। এই পণ্যগুলোর ওপর আগে থেকেই ২০ শতাংশ শুল্ক ছিল। তাই প্রযুক্ত রয়েছে। এগুলোকে শুধু অন্য এক শুল্কনীতির আওতায় আনা হচ্ছে মাত্র। যারা ভুয়া খবর ছড়াচ্ছে, তারা সত্যিটা ভাল করেই জানে।”

চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন ট্রাম্প। পাল্টা চীন ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন পণ্যে। এই আবহে স্থানীয় সময় গত শুক্রবার আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইনে বলা হয়, স্মার্টফোন এবং কম্পিউটারের মতো কিছু পণ্যের ওপর নয়া শুল্কনীতি কার্যকর হবে না। এই ধরনের পণ্য অধিকাংশই আমেরিকায় আমদানি করা হয় চীন থেকে। ফলে মনে করা হয়েছিল, চীনের ওপর কিছুটা হলেও ‘নরম’ হচ্ছেন ট্রাম্প। কিন্তু রবিবার সেই সম্ভাবনায় ইতি টেনে দিলেন নিজেই।

নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্প জানিয়েছেন, সেমিকন্ডাক্টর-সহ বৈদ্যুতিক পণ্যের সমগ্র উৎসই জাতীয় সুরক্ষার স্বার্থে তদন্ত করে দেখা হবে। তার কথায়, ‘‘আমাদের দেশ আরও বড় হবে, আরও ভাল হবে এবং আরও শক্তিশালী হবে। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব।’’ সূত্র: দ্য গার্ডিয়ান, ব্লুমবার্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here