মোবাইলে স্ট্রিট ভিউ দেখার নিয়ম

0

গুগল স্ট্রিট ভিউ হলো গুগল ম্যাপসের একটি ফিচার, যা দ্বারা মোবাইল বা কম্পিউটার থেকে বাস্তব দুনিয়া দেখা যায়। মূলত স্ট্রিট ভিউ ক্যামেরার মাধ্যমে গুগল বিশ্বের বিভিন্ন স্থানের ছবি তুলে ম্যাপের মধ্যে রেখে দিয়েছে। স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে মনে হবে আপনি সেই এলাকায় হেঁটে হেঁটে সবকিছু দেখছেন।

আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনে সহজে স্ট্রিট ভিউ অ্যাকসেস করা যায়। স্ট্রিট ভিউ ব্যবহার করতে যা করতে হবে…

►   সার্চ বক্সে পছন্দের অ্যাড্রেস টাইপ করুন।

►  উক্ত স্থানের স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে প্লেসের নামের ওপরে একটি টার্নওভার আইকনযুক্ত ছবি প্রিভিউ দেখতে পাবেন।

►  উক্ত আইকনযুক্ত ছবির প্রিভিউতে ট্যাপ করলে উক্ত স্থানের স্ট্রিট ভিউ দেখতে পাবেন।

জেনে রাখুন :

কিছু স্থানের ক্ষেত্রে এই স্ট্রিট ভিউ থাম্বনাইল খুঁজে নাও পেতে পারেন। আবার কিছু স্থানে স্ট্রিট ভিউ হিসেবে শুধু একটি সিন পাওয়া যায়, অর্থাৎ ইচ্ছামতো ন্যাভিগেট করার সুযোগ থাকে না। কোনো স্থানের সম্পূর্ণ স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে ৩৬০ ডিগ্রি স্ট্রিট ভিউ দেখা যায় ও ইচ্ছামতো ন্যাভিগেট করা যায়। স্ট্রিট ভিউ ওপেন হওয়ার পর নিজের ইচ্ছামতো যে কোনো দিকে সোয়াইপ করে ভিউ চেঞ্জ করা যাবে। এ ছাড়া যে কোনো ডিরেকশনে ডাবল ট্যাপ করে উক্ত ডিরেকশনে যাওয়া যাবে। আবার পিঞ্চের মাধ্যমে জুম ইন ও জুম আউট করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here