অনেকেই অচেনা নম্বর থেকে হুটহাট কলের জন্য বিড়ম্বনায় পড়েন। তবে কয়েকটি উপায় রয়েছে যার সাহায্যে স্প্যাম কল ব্লক করতে পারেন। তার জন্য ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিতে হবে। তাহলেই ফোনে আর কোনও ধরনের স্প্যাম কল ঢুকবে না।
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে স্প্যাম কল ব্লক করা যেতে পারে:
এর পরে আপনি কলার আইডি এবং স্প্যাম অপশনটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। এতে ক্লিক করার পর সামনে দুটি অপশন আসবে। এখানে কলার এবং স্প্যাম আইডি এবং ফিলটার স্প্যাম কলগুলোর অপশন পাবেন। এখান থেকে উভয় অপশনই অন করতে হবে।
কিছু ফোনে, ফিলটার কলের অপশন থাকে। যদি ফোনে এমন কোরো অপশন দেখতে পান, তাহলে সেখান থেকেও স্প্যাম কল ব্লক করে দিতে পারেন।
আবার কোনো কোনো ফোনের সেটিংস সেই অনুযায়ী আলাদা আলাদা হয়। ফলে আপনাকে সেই ভাবে স্প্যাম কল ব্লক করতে হবে।